একজন ভালো মুসলমান সে যে কাউকে কষ্ট দেয় না, বললেন এক ধর্মগুরু

author-image
Harmeet
New Update
একজন ভালো মুসলমান সে যে কাউকে কষ্ট দেয় না, বললেন এক ধর্মগুরু

নিজস্ব সংবাদদাতা : বিজেপির বহিষ্কৃত দুই নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের নবী মন্তব্যের জেরে যেভাবে সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি তাতে মানুষের কাছে আইনের সীমানার মধ্যে প্রতিবাদ করার আবেদন জানালেন বেরেলি ভিত্তিক সর্বভারতীয় তানজিম উলেমা-ই-ইসলামের জাতীয় সাধারণ সম্পাদক মাওলানা শাহাবুদ্দিন রিজভী।









মুসলিম ধর্মগুরু বলেন, "নবী মুহাম্মদ বলেছেন যে একজন ভাল মুসলমান সেই যার হাত (কাজ) বা জিহ্বা (শব্দ দিয়ে) কাউকে ব্যথা দেয় না। তাই আমি সকলের কাছে আইনের আওতার মধ্যে থেকে প্রতিবাদ করার আবেদন জানাচ্ছি।"