উচ্চমাধ্যমিকের ফলাফলের পর চরম হতাশা গ্রস্ত সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা

author-image
Harmeet
New Update
উচ্চমাধ্যমিকের ফলাফলের পর চরম হতাশা গ্রস্ত সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা

হরি ঘোষ, দুর্গাপুরঃ চারিদিকে যখন নাম্বারের ছড়াছড়ি তখন সিয়ারসোল গার্লস হাই স্কুলের ছাত্রীরা চরম হতাশা গ্রস্তI গত 10.06.22 তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় 103 জন ছাত্রীর মধ্যে মাত্র 15 জন পাশ করেছে বাকি 88 জন ছাত্রীর রেজাল্ট আনসাকসেস দেখাচ্ছে। এমনকি অনলাইনে বের হওয়া শিটে দেখা যাচ্ছে কোনো নাম্বার নেই, স্বাভাবিক ভাবেই ছাত্রীদের মধ্যে হতাশা নেমে আসে। এক ছাত্রী রেজাল্ট শোনার পর অসুস্থ হয়ে পড়ে সে বর্তমানে হাসপাতালে ভর্তিI কিন্তু অবাক করার বিষয় হল স্কুল কর্তৃপক্ষ নির্বিকার, ছাত্রীরা স্কুলের গেটে ভীড় করলেও কোনো শিক্ষিকা স্কুলে আসার প্রয়োজন বোধ করলেন না I এর ফলে ছাত্রীদের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয় I তারা বলে এরকম রেজাল্ট তাদের কখনই হতে পারে না I স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানানো হয় তারা নাকি ছাত্রীদের স্কুলে আসতে বারণ করেছে তবুও তারা কেনো এসেছে, সোমবারের আগে কিছু বলা যাবে না I

                                    


এই বিষয়ে SFI এর পক্ষ থেকে বলা হয় ছাত্রীদের জীবন নিয়ে কেবল ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে SFI ছাত্রীদের পাশে থাকবে I