পয়গম্বরকাণ্ডের জের, সরানো হল হাওড়ার সিপি সি সুধাকরকে

author-image
Harmeet
New Update
পয়গম্বরকাণ্ডের জের, সরানো হল হাওড়ার সিপি সি সুধাকরকে

নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বরকাণ্ডের জের, সরানো হল হাওড়ার সিপি সি সুধাকরকে। বিশৃঙ্খল রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ, যার জেরে হাওড়া পুলিশের ওপর কোপ পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠি।




শুধু তাই নয়, সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। আকস্মিক বিক্ষোভের ফলে গত দুই দিন ধরে ১১ ঘন্টার যানজট হয়। শুধু তাই নয়, লাগাতার দুদিন ধরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায়।