নিজস্ব সংবাদদাতা, জামুরিয়াঃ মানবিক দৃষ্টান্ত জামুরিয়ার যুব তৃণমূল নেতার। দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে তার পরিবারে হাতে ফিরিয়ে দিলেন তিনি। ছাত্রের পরিবারের পক্ষ থেকে জানানো হলো সাধুবাদ। দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রের নাম চঞ্চল কেওড়া। রানীগঞ্জ থানার অন্তর্গত শালডাঙ্গা মুচি পাড়ার বাসিন্দা। রানীগঞ্জের আমরাসোতা পুলিশ ফাঁড়ি থেকে ওই ছাত্রকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তপসি অঞ্চল যুব তৃণমূল নেতা রাজু মুখার্জী জানান সকাল সাড়ে দশটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের তপসি ও কুনুস্তোড়িয়া গ্রামের মধ্যে বাচ্চাটিকে রাস্তার ধারে কাঁদতে দেখে কয়েকজন স্থানীয় যুবক। তারাই রাজু মুখার্জিকে খবর দেন। রাজু মুখার্জি দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রটিকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ওই ছাত্রটিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
রাজু মুখার্জি জানান বাচ্চাটি খুবই ভয় পেয়ে গিয়েছিল। ওই ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করে তার নাম ও বাবার নাম পরিচয় পাওয়া যায়। ওই ছাত্রটি জানান যে কোন এক বাইক আরোহী তাকে ওই জায়গায় ছেড়ে চলে যায়। ওই বাইক আরোহী কে সেই বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি ছাত্রটি। রাজু মুখার্জি জানান ওই এলাকার কাউন্সিলরকে গোটা বিষয়টি জানানো হয়। কাউন্সিলর ওই ছাত্রের পরিবারকে আমরাসোতা ফাঁড়িতে যেতে বলেন। আমরাসোতা ফাঁড়িতে ওই ছাত্রটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।