ক্ষমা চাইলেন নূপুর শর্মার শিরচ্ছেদ চিত্রিতকারী ইউটিউবার ফয়সাল ওয়ানি

author-image
Harmeet
New Update
ক্ষমা চাইলেন নূপুর শর্মার শিরচ্ছেদ চিত্রিতকারী ইউটিউবার ফয়সাল ওয়ানি

নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন কাশ্মীর ভিত্তিক ইউটিউবার ফয়সাল ওয়ানি। নবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার শিরোচ্ছেদকে চিত্রিত করে একটি ভিএফএক্স ভিডিও পোস্ট করেছিলেন তিনি।





টুইটারে সেই পোস্টটি ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ইউটিউবার। বলেছেন, "আমি ক্ষমাপ্রার্থী। আমার কারণে কেউ আঘাতপ্রাপ্ত হলে আমি অত্যন্ত দুঃখিত।"