নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রদায় ও উপজাতির মধ্যে পার্থক্য তৈরি করার অভিযোগ আনল মন্ত্রী

author-image
Harmeet
New Update
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রদায় ও উপজাতির মধ্যে পার্থক্য তৈরি করার অভিযোগ আনল মন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রদায় ও উপজাতির মধ্যে পার্থক্য তৈরি করার অভিযোগ আনল বেলুচিস্তান অ্যাসেম্বলির মন্ত্রী আব্দুল রেহমান খেতারান।

Pak election commission imposes Rs 50,000 fine on PM Khan for violating  election code

সম্প্রতি পাকিস্তান নির্বাচন কমিশন নতুন কয়েকটি নির্বাচনী এলাকার সুত্রপাত করেছে। বেলুচিস্তান অ্যাসেম্বলির মন্ত্রী আব্দুল রেহমান খেতারান এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন। 



তিনি বলেন, “পাকিস্তান নির্বাচন কমিশন জাতীয় ও প্রাদেশিক বিধানসভা নির্বাচনের সীমানা নির্ধারণের মাধ্যমে সম্প্রদায় ও উপজাতির মধ্যে পার্থক্য তৈরি করতে চাইছে”।