নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বর বিতর্কের জেরে এবার বাংলায় বলি এক। বিক্ষোভকারীদের টানা রেলপথ অবরোধ, বিক্ষোভের জেরে ট্রেনেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। আজ হাওড়ার দেউলটি স্টেশনের কাছে মৃত্যু হয় কে শ্রীনু নামক যাত্রীর। জানা গিয়েছে, চিকিৎসা করাতে হায়দরাবাদ গিয়েছিলেন শ্রীনু। সেখান থেকে সেকেন্দরবাদ-শালিমার সুপার ফাস্ট এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি। এই আবহে অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই বসে থাকতে হয় তাঁকে। এর জেরে অসুস্থ হয়ে পড়েন শ্রীনু। পরে ট্রেনেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, শ্রীনুর লিভারের সমস্যা ছিল। এই আবহে টানা সাত ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় ট্রেনে বসে থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। ট্রেনটি যখন দেউলটি স্টেশনের কাছে, তখন শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীনু। উল্লেখ্য, নবি হজরত মহম্মদকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। সেই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হাওড়া। গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়েছে হাওড়ায়। হিংসার জেরে আজকে উলুবেড়িয়া সাব ডিভিশনে ১৪৪ ধারাও জারি করা হয়েছে।