নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই আগামীকাল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলে জানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন,"কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সাথে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামীকাল আমি দিল্লি সফর করছি, এটি নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আমরা সবাই বসে এই বিষয়ে আলোচনা করব।"
অন্যদিকে, মহারাষ্ট্রের রাজ্যসভা নির্বাচনে বিজেপির তিন প্রার্থীর জয়ের বিষয়ে তিনি বলেছেন, "ফলাফল আমাকে অবাক করে না। কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি কোটা অনুযায়ী ভোট দেওয়া হয়েছে, (এনসিপির) প্রফুল্ল প্যাটেল ছাড়া যারা অতিরিক্ত ভোট পেয়েছেন - সেই ভোটটি এমভিএ থেকে নয়, এটি অন্য দিক থেকে। অলৌকিক ঘটনা ঘটল কারণ বিজেপির দেবেন্দ্র ফড়নবিস নির্দলদের তাদের পক্ষে আনতে সক্ষম হয়েছেন যা সমস্ত পার্থক্য তৈরি করেছে। তবে এটি সরকারের (মহা বিকাশ আঘাদি) স্থিতিশীলতাকে প্রভাবিত করবে না।"