নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বর নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে গোটা দেশজুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা প্রতিবাদে সরব হয়েছেন।
দিল্লি, উত্তর প্রদেশ, রাঁচি, আহমেদাবাদ, নভি মুম্বাই, লুধিয়ানা, হাওড়া, হায়দ্রাবাদে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ বনধ ডাকের কারণে সমস্ত যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।