নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় বিপদ এড়ানো গেল। শনিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়ক থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহজনক বস্তু পুঁতে রাখার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ৫ রাষ্ট্রীয় রাইফেলস এবং কাশ্মীর পুলিশের একটি দল বারামুল্লা জেলার সংগ্রামার পুটখা এলাকায় আইইডি উদ্ধার করেছে। আইইডিটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।