উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা

author-image
Harmeet
New Update
উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। হাওড়ার বিভিন্ন এলাকা বৃহস্পতিবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই পুলিশ কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। নতুন করে হিংসার ঘটনা ঘটতেই এবার উলুবেড়িয়া সাব ডিভিশনে ১৪৪ ধারা জারি করা হল। অশান্তির পরিপ্রেক্ষিতে শান্তিরক্ষার জন্য় বিভিন্ন মহল থেকে আবেদন করা হচ্ছে। দিনভর গণ্ডগোলের জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তবে তাতে ভ্রূক্ষেপ নেই বিক্ষোভকারীদের। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে। পাশাপাশি ১৫ জুন, বুধবার পর্যন্ত উলুবেড়িয়ায় জমায়েত-অবরোধ নিষিদ্ধ করা হল।                                    


এর আগে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল রাজ্যের বিভিন্ন এলাকা। ইমামরা শান্তি রক্ষার আবেদন জানালেও তাতে পরিস্থিতি শান্ত হয়নি। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ ইয়াহিয়া জানিয়েছেন, প্রশাসন ভালো কাজ করেছে। লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছে। যারা প্রশাসনের উপর হামলা করছে, বোমা ছুঁড়ছে তাদের ধিক্কার। বাংলার কোথাও যাতে এই অশান্তি না ছড়ায়। প্রশাসন কড়া হাতে মোকাবিলা করুক।