গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৩২৯, মৃত ১০ জনের

author-image
Harmeet
New Update
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৩২৯, মৃত ১০ জনের

নিজস্ব সংবাদদাতাঃ কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দেশের করোনা সংক্রমণ। শিথিল হয় বিধিনিষেধ। কিন্তু গত কয়েকদিন ধরে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। চলতি মাসের শুরুতেই যেখানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১৮ হাজারের আশপাশে, সেখানে মাত্র ১১ দিনের মধ্যেই তা ছাড়াল ৪০ হাজারের গণ্ডি। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফ।



শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের একদিনে আক্রান্ত প্রায় ২০০০। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩৭০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।