রাঁচিতে হিংসায় প্রাণ গেল ২ জনের, জখম ১০

author-image
Harmeet
New Update
রাঁচিতে হিংসায় প্রাণ গেল ২ জনের, জখম ১০

নিজস্ব সংবাদদাতাঃ নবী মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন রাঁচিতে হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন কমপক্ষ ১০ জন। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর হাসপাতালে কয়েকজন আহতকে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দুই ব্যক্তি মারা গিয়েছেন। আরও দশজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তাঁরা।

                                     


গতকাল পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বেশ কয়েকটি অংশে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীরা সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। গতকাল বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। রাঁচির মূল সড়কে প্রচুর মানুষ জড়ো হয়ে নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের প্রাক্তন প্রধান নবীন জিন্দালের বিরুদ্ধে স্লোগান তুলেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে শহরের অনেক দোকানপাটও বন্ধ ছিল। রাঁচির পুলিশ কমিশনার অংশুমান কুমার বন্দুকধারীর গুলিতে দু'জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আটজন দাঙ্গাবাজ এবং চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রিমস এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রথমে হিংসায় জড়িতদের চিহ্নিত করব, তাদের জিজ্ঞাসাবাদ করব এবং তারপর গ্রেফতার।"