নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে মহানাটক শেষে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরের জোট সরকার। ‘মহা বিকাশ আঘাড়ি’ জোটকে চমকে দিয়ে রাজ্যে তিনটি আসন দখল করল বিরোধী দল বিজেপি। ষষ্ঠ আসনে শিব সেনার প্রার্থী সঞ্জয় পাওয়ারকে পরাস্ত করে চমকে দিয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল ও অনিল বোন্দে।
এবছর খালি হয়েছিল রাজ্যসভার ৫৭টি আসন। এর মধ্যে ৪১টি সিটে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে। ফলে শুক্রবার রাজ্যসভার ১৬টি আসনের জন্য নির্বাচন হয় রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও কর্ণাটকে। এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি নজর ছিল মহারাষ্ট্রের ষষ্ঠ আসনের লড়াইয়ের দিকে। আর সেখানেই শিব সেনাকে চমকে দিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের অঙ্কের হিসেবে রাজ্যসভায় প্রার্থী পাঠাতে হলে ৪১জন বিধায়কের ভোটের প্রয়োজন। শুক্রবার ভোটগণন শেষে দেখা যায়, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে ১০টি অতিরিক্ত ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় মাহাদিক। ভোটের ফলে কার্যত চিন্তার ভাঁজ শিব সেনা ও এনসিপি-এর কপালে। কারণ এই ফলাফলের প্রভাব পড়বে রাজ্যের এমএলসি ও স্থানীয় নির্বাচনে। নির্বাচনের ফল আসার পর টুইট করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, তিনি লিখেছেন, “নির্বাচন শুধু লড়াই করার জায়গা নয়, জয়েরও স্থান, জয় মহারাষ্ট্র।”