দীর্ঘ ৬ ঘণ্টার ম্যারাথন জেরার পর কি বললেন সুব্রত ভট্টাচার্য্য

author-image
Harmeet
New Update
দীর্ঘ ৬ ঘণ্টার ম্যারাথন জেরার পর কি বললেন  সুব্রত  ভট্টাচার্য্য

হরি ঘোষ, নানুরঃ  প্রায় সাড়ে ছ ঘন্টা ম্যারাথন জেরার পর দুর্গাপুরের সিবিআই অস্থায়ী অফিস থেকে বেরিয়ে এলেন বীরভূমের নানুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য্য। মূলত ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান, দুই জন সিবিআই আধিকারিক সুব্রত ভট্টাচার্যকে জেরা করে জানতে চান অনুব্রত মন্ডলকে কেন তিনি ভোটের ফল ঘোষণার পর ফোন করেছিলেন। সিবিআইকে সহযোগিতার আশ্বাস দিলেন বীরভূমের এই তৃণমূল নেতা। তবে সব শেষে সুব্রত বাবু জানান, সময় শেষ কথা বলবে। দুপুর পৌনে বারোটায় বীরভূমের তৃণমূল নেতা দুর্গাপুরের অস্থায়ী সিবিআই অফিসে আসেন, ছাড়া পান বিকেল সাড়ে পাঁচটায়।যদিও সুব্রত বাবু জানান, তাকে তিন ঘন্টা জেরা করা হয়েছে।