'পুলিশ মজা দেখছে', বিক্ষোভের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেতার

author-image
Harmeet
New Update
'পুলিশ মজা দেখছে', বিক্ষোভের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতা : নূপুর শর্মার নবী সম্পর্কিত বেফাঁস মন্তব্যের জেরে জায়গায় জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটছে। গতকাল হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ। সকাল থেকে সন্ধ্যা থমকে থাকে গাড়ির চাকা। চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। অথচ এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। অবরোধ তোলার জন্য নজরে আসেনি কোনো প্রশাসনিক পদক্ষেপ। এ নিয়েই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও তোলপাড় সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা না নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি।

 







তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। টুইটে লিখেছেন, "এটি ম্যাডাম নিরোর শাসনাধীন পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যাকে সঠিক চিত্রিত করে! যখন বিক্ষোভকারীরা হাওড়া জেলার একটি অংশ অবরুদ্ধ করে এবং ভিড় করে, ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক আটকে রাখে, রোগী এবং শিশু এবং হাজার হাজার যাত্রীদের অসুবিধা হয়, লেডি নিরোর পুলিশ মজা দেখে।''