নিজস্ব সংবাদদাতা : নূপুর শর্মার নবী সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জুড়ে চসছে প্রতিবাদ-বিক্ষোভ অবস্থান। উত্তর প্রদেশেও সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভের মাঝ তাই আধিকারিকদের কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।শুক্রবার সাহারানপুর, মোরাদাবাদ এবং প্রয়াগরাজ সহ বিভিন্ন শহরে পাথর নিক্ষেপের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্রসচিব অবনীশ অবস্থি, ভারপ্রাপ্ত ডিজিপি, এডিজি আইন শৃঙ্খলা লখনউতে পুলিশ সদর দফতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অবস্থি জেলাগুলির পরিস্থিতি ব্যাখ্যা করে রিপোর্টও চেয়েছেন।
প্রসঙ্গত, মূলত জুমার নামাজের পরই বিক্ষোভ শুরু হয়।বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে এবং পুলিশের গাড়িতে আগুন দেয়। অন্তত তিনটি গাড়িতে আগুন ধরানো হয়েছে। আটলা এলাকায় বিক্ষোভ চলাকালীন প্রয়াগরাজ এডিজির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।