রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

author-image
Harmeet
New Update
রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: প্রতিবছর বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাস্তা। হেলদোল নেই প্রশাসনের। জল-কাদা জমে থাকায় চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে স্থানীয় গ্রামবাসীরা। এমন পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবি উঠেছে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে। সেখানকার অমরখানার ধর্মদেবপাড়া থেকে সিঙিমারি প্রাথমিক স্কুল পর্যন্ত প্রায় ৪ কিমি রাস্তার বেহাল দশা। স্থানীয় বাসিন্দারা চান, দ্রুত রাস্তা সংস্কারে পদক্ষেপ করুক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন ভোট যখন আসে তখন সমস্ত দলই আস্বস্ত করে যায় রাস্তা সংস্কার করা হবে। কিন্তু ভোট পেরিয়ে গেলে  কোনো দলই আর এই বেহাল রাস্তার প্রতি নজর দেয় না।

 সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ধর্মদেবপাড়া থেকে সিঙিমারি প্রাথমিক স্কুল পর্যন্ত প্রায় ৪ কিমি রাস্তায় ৩০ বছরে বালি-বজরি ফেলা হয়নি। অথচ ওই রাস্তার ওপর এলাকার কয়েক হাজার বাসিন্দা নির্ভরশীল। বর্ষায় রাস্তা চাষের জমিতে পরিণত হয়েছে। অভিযোগ, বহুবার সংস্কারের দাবি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও জেলা পরিষদে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যা লিপি কর্মকার জানিয়েছেন, রাস্তা সংস্কারের দাবি তিনি বহুবার বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রধান শম্পা বর্মন জানিয়েছেন, ওই রাস্তায় বালি-বজরি ফেলার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে বলা হয়েছিল। তারপর কী হয়েছে, সেটা না জেনে কিছু বলা সম্ভব নয়।