নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য বিতর্কে এবার রণক্ষেত্র চেহারা নিল উলুবেড়িয়া। শুক্রবারও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ধূলাগড়।
এদিকে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।