পিসিবি বিতর্কে ইমরানের বিরুদ্ধে সুর চড়ালেন মিয়াঁদাদ

author-image
Harmeet
New Update
পিসিবি বিতর্কে ইমরানের বিরুদ্ধে সুর চড়ালেন মিয়াঁদাদ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান ক্রিকেটে আবার অশান্তির মেঘ। প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের নিশানায় দেশের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। মিয়াঁদাদের অসন্তোষের কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং রামিজ রাজাকে নিয়ে ইমরানের অবস্থান। একই সঙ্গে তাঁর অভিযোগ, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 


পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বিতর্কিত পিচকে কেন্দ্র করেই জমতে শুরু করেছে অশান্তির মেঘ। তিন টেস্টের সিরিজের প্রথম দু’টি ম্যাচের উইকেট নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার খারাপ পিচের জন্য দোষারোপ করেন পিসিবি চেয়ারম্যান রামিজকে। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানও রামিজের ভুমিকায় অসন্তোষ প্রকাশ করেন। রামিজকে সরিয়ে দেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, সে সময় পিসিবির পেট্রন ইন চিফ ছিলেন ইমরান। সেই ঘটনা নিয়েই সুর চড়িয়েছেন মিয়াঁদাদ। তাঁর মতে, অকারণ নিশানা করা হচ্ছে পিসিবি চেয়ারম্যানকে। মিয়াঁদাদ বলেছেন, ‘‘রাজনীতিকে খেলাধুলো থেকে দূরে রাখাই ভাল। রামিজ ভাল কাজ করলে এবং ঠিক পথে পিসিবিকে এগিয়ে নিয়ে যেতে পারলে কেন ওকে সরিয়ে দেওয়া হবে?’’ তিনি আরও বলেছেন, ‘‘আমার সঙ্গে ইমরানের কোনও বিরোধ নেই। ওকে বলেছিলাম, বিভাগীয় ক্রিকেট বন্ধ না করতে। আমার এই পরামর্শ অবশ্য ইমরান শোনেনি।’’