old_সর্বশেষ খবর সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা তৃণমূল নেতা সুব্রত ভট্টাচার্য্যর Harmeet 10 Jun 2022 14:37 IST Follow Us New Update হরি ঘোষ, দুর্গাপুরঃ আজ দুর্গাপুর সিবিআই দপ্তরের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন বীরভূমের নানুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য্য। সকাল এগারোটায় সিবিআই দফতরে আসেন তিনি। সুব্রতবাবু বলেন, "ভোট পরিবর্তী হিংসা মামলার সাক্ষী হিসাবে ডাকা হয়েছে পাশাপাশি অনুব্রত মন্ডল সাথে ফোনে কথাও হয়েছে।" সূত্রের খবর, শুধু ভোট পরবর্তী হিংসা নয়, সিবিআই কর্তারা গরু পাচার নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন সুব্রতবাবুকে। birbhum cbi tmc leader Nanur Durgapur politics subrata bhattacharya anubarat mandal west bengal post poll violence Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন