নিজস্ব প্রতিনিধি -শুরু হতে চলেছে বাংলা জনপ্রিয় শো 'সা রে গা মা পা'। এই বছর বিচারকের আসনেও থাকছে চমক।গানের লড়াইয়ে এবার মহাগুরুর আসনে থাকছেন পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী।
সেই সঙ্গে শুধু বিচারকই নয়, সঙ্গীত এর মঞ্চ থেকে সেরা ৫ শিল্পীকে বেছে নেবেন তিনি। আর তারপর নিজে তাদের গানের তালিম দেবেন বলেও কথা দিয়েছেন। এবারে সঞ্চালনার দায়িত্বে থাকছেন আবীর চট্টোপাধ্যায়।