নিজস্ব সংবাদদাতা : নবী মুহাম্মদ নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে মুসলিম ধর্মগুরুর হুমকির মুখে পড়লেন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে। উপত্যকায় ভাদেরওয়াহ শহরের একটি মসজিদে আদিল গফুর গানাই নামে ওই ধর্মগুরু নূপুর শর্মার শিরশ্ছেদ করার আহ্বান জানিয়ে হিন্দুদেরকে ‘গোমূত্র পানকারী’ এবং ‘গোবর ভক্ষণকারী’ বলেও অভিহিত করেছেন।
এই ঘটনায় অভিযুক্ত ধর্মগুরুর বিরুদ্ধে ভাদেরওয়াহ থানায় আইপিসির ধারা ২৯৫-এ (ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, যে কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে তার ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে) এবং ৫০৬ (অপরাধী ভয় দেখানোর শাস্তি) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।ধর্মগুরুর এহেন মন্তব্যে এলাকায় উত্তেজনা তৈরি হলে কারফিউ জারি করা হয় এবং ডোডা জেলার ভাদেরওয়াহে পতাকা মার্চ করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ডাকা হয়।পুলিশ কথিত উস্কানিমূলক বক্তৃতার জন্য একটি মামলা নথিভুক্ত করেছে এবং আইন নিজের হাতে নেওয়ার বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছে।