জুনের মাঝেই মিলবে স্বস্তি

author-image
Harmeet
New Update
জুনের মাঝেই মিলবে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি -বৃহস্পতিবার (৯ই জুন) ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে যে মৌসুমী বায়ু স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে এবং আগামী দুই দিনের মধ্যেই মহারাষ্ট্রে পৌঁছাবে।সিনিয়র আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন যে গত ২৯ শে মে বর্ষা কেরালা উপকূলে স্পর্শ করেছে এবং ৩১ শে মে থেকে ৭ই জুনের মধ্যে দক্ষিণ ও মধ্য আরব সাগর, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশ এবং সমগ্র উত্তর-পূর্বকে ঢেকে দিয়েছে৷ 



 তিনি বলেন,"আগামী দুই দিনের মধ্যে মহারাষ্ট্রে বর্ষা পৌঁছানোর কথা এবং পরবর্তী দুই দিনে মুম্বাইকে ঢেকে ফেলার সম্ভাবনা রয়েছে।"এদিকে, আবহাওয়া অফিস ১০-১১ জুন অরুণাচল প্রদেশে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে আসাম এবং মেঘালয়ে বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে৷​