নদিয়ার কৃষ্ণগঞ্জে রেল অবরোধ মতুয়াদের

author-image
Harmeet
New Update
নদিয়ার কৃষ্ণগঞ্জে রেল অবরোধ মতুয়াদের

নিজস্ব সংবাদদাতাঃ  রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদ। মতুয়াদের বিক্ষোভে উত্তাল নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন। বিক্ষোভের জেরে গেদে ও রানাঘাট লাইনে ব্যহত রেল পরিষেবা। কল্যাণীতে আটকে পড়েছে মৈত্রী এক্সপ্রেস। অফিস টাইমে এই বিক্ষোভের জেরে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, তারকনগর হল্ট স্টেশনে কোনও রেলগেট ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে স্থানীয়রাই বাঁশ দিয়ে রেল গেটের ব্যবস্থা করেছিল। এলাকাবাসীরাই সেটি নিয়ন্ত্রণ করতেন। 

        

অভিযোগ, গত ২৫ মে রেলের তরফে রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় এলাকা। ফলে ওই জায়গা থেকে আর গাড়ি চলাচল তো দূর, পায়ে হেঁটেও লাইন পেরোনো যাচ্ছে না। ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তারই প্রতিবাদে শুক্রবার সকাল ৭ টায় তারকনগর হল্ট স্টেশন অবরোধ করে মতুয়া মহাসংঘের শিবনিবাস অঞ্চল কমিটি। তাদের দাবি ছিল, অবিলম্বে রেল গেট তৈরি করে দিতে হবে রেলকে। এই দাবি ঘিরেই অবরোধ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্টেশন। বিক্ষোভকারীরা সাফ জানান, তাদের দাবি না মানা হলে কোনওভাবেই বিক্ষোভ তোলা হবে না। প্রায় তিনঘণ্টা পর রেলের তরফে আশ্বাস মিলতে অবরোধ ওঠে। ইতিমধ্যেই ঘিরে দেওয়া জায়গা খুলে দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে শুরু হয়েছে রেল চলাচল।