নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও ইরানের মধ্যেকার বাণিজ্যিক পরিমাণ ঐতিহাসিক হারে বৃদ্ধির লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হলেন ইরানের বিদেশ মন্ত্রী ডঃ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, “আমি নয়া দিল্লি ও তেহরানের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বিশেষ করে বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে। উভয় দেশের নেতৃত্বে দুই দেশের মধ্যেকার বাণিজ্যের পরিমাণকে তার চিরকালের ঐতিহাসিক স্তরে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ আমি”।