নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ১১ ঘণ্টা পর অবশেষে ডোমজুর অবরোধ তুলে নেওয়া হয়। নবী মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদে ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। এই বিক্ষোভ চলাকালীন দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তির সম্মুখীন হন সাধারণ মানুষ। অবরোধ তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ করার পরেও চলে অবরোধ। অবশেষে দীর্ঘ ১১ ঘণ্টা পর ওঠে অবরোধ।