বিনা অনুমতিতে গাছ কেটে মজুত, বাজেয়াপ্ত করল বন দফতর

author-image
Harmeet
New Update
বিনা অনুমতিতে গাছ কেটে মজুত, বাজেয়াপ্ত করল বন দফতর

দিগ্বিজয় মাহালিঃ অনুমতি না নিয়ে গাছ কেটে মজুত করার ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের তসরআড়ায়। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মজুত থাকা গাছের গুঁড়িগুলি বাজেয়াপ্ত করল মেদিনীপুর বন দফতর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৫০ টি গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনু্যায়ী, কেউ গুঁড়িগুলি নিজের বলে দাবি করেনি। ফলে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে বন দফতর। বিনা অনুমতিতে গাছ কাটার ঘটনায় জেলা জুড়ে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে বন দফতর। বাজেয়াপ্ত হয়েছে বহু কাঠ। সেই সঙ্গে অভিযানে নেমে বন দফতরের পক্ষ থেকে অবৈধ ৫০ টির বেশি কাঠ চেরাই মিল সিল করে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে।