নিজস্ব সংবাদদাতাঃ নবী মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদে ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। টানা ১০ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও চলছে বিক্ষোভ। যার জেরে তীব্র যানজটের সম্মুখীন হয়ে বিক্ষোভ ওঠার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। এরমধ্যেই আশেপাশের একাধিক পথ দিয়ে যেতে গিয়ে আটকে পড়েছে বহু গাড়ি। যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সামনে-পেছনে দুই দিকেই যাওয়ার রাস্তা না পেয়ে সমস্যায় পড়েছেন তারা। তারাও ১০ ঘণ্টার ওপর যানজটে আটকে রয়েছে। হরিপদ ঘোষাল নামের এক ব্যক্তি বলেন, “আমায় জরুরী প্রয়োজনে অফিস যেতে হত। কিন্তু এই বিক্ষোভের জন্য এখানেই আটকে পড়তে বাধ্য হয়েছি”।