নিজস্ব সংবাদদাতাঃ নবী মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদে ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। টানা ১০ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও চলছে বিক্ষোভ। যার জেরে তীব্র যানজটের সম্মুখীন হয়ে বিক্ষোভ ওঠার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। যানজটের মধ্যে আটকে রয়েছে অ্যাম্বুলেন্সেও। ফলে বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন ভুক্তভোগীরা। রিনা ভৌমিক, সৌমেন চাল, হরেন মিত্র এর মত ভুক্তভোগীদের প্রশ্ন, বিক্ষোভের ফলে রোগীর কিছু হয়ে গেলে তার দায় কে নেবে? ভুক্তভোগীরা প্রশাসনের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছে।