নিজস্ব প্রতিনিধি -"আইকনিক সপ্তাহ" উপলক্ষে আজ দুপুর ১ টায় সিআইটি এক্সেম্পশন কলকাতার পক্ষ থেকে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
অফিসের পঞ্চম তলায় কনফারেন্স হলে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয়। আজাদি কা অমৃত মহোৎসব স্মরণে এটি পালিত হয়।
সেখানে মেডিক্যাল চেক-আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কলকাতার অন্যতম নামকরা DESUN হাসপাতালের সহযোগিতায়।
এই চলমান স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রক্তে শর্করা,বিপি,ইসিজি,সাধারণ স্বাস্থ্য পরীক্ষা,ইকো স্ক্রীনিং,রোগের পরীক্ষা করা হয়।
এই স্বাস্থ্য-পরীক্ষা প্রায় ১২৫ জন কর্মী সদস্যের মধ্যে করা হয়।
সেই সঙ্গে আয়কর বিভাগের আধিকারিকদের মধ্যেও এই মেডিক্যাল টেস্ট করা হয়।