সাড়ে আট ঘণ্টা পার অবরোধের, চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ

author-image
Harmeet
New Update
সাড়ে আট ঘণ্টা পার অবরোধের, চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা : সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও ওঠেনি অবরোধ। বিজেপি নেতাদের পয়গম্বর মন্তব্যের আঁচ এবার বাংলায়। নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ডোমজুড়ে জাতীয় সড়ক অবরোধ করে চলছে সকাল থেকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। তীব্র যানজট তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। টায়ার পুড়িয়ে, লরি পুড়িয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন। চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ তারা আটকে রয়েছেন বাসে কিংবা গাড়িতে। নেই খাবার। এমনকি পানীয় জলটুকুও শেষ। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও নেই প্রশাসনিক হস্তক্ষেপ। সব মিলিয়ে চূড়ান্ত নাজেহাল আম জনতা।