এবার আন্দোলনে নামলেন স্কুলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা

author-image
Harmeet
New Update
এবার আন্দোলনে নামলেন স্কুলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ এবার আন্দোলনে নামলেন স্কুলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা। মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া জেলার স্কুলগুলোতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা। আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভকারীরা জমায়েত হন। পরে নিজেদের দাবির সমর্থনে মিছিল করে জেলা স্কুল পরিদর্শকের দফতরে যান বিক্ষোভকারীরা। সেখানে বেশ কিছুক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি স্কুলে স্থায়ী শিক্ষকদের মতোই তাঁদের কাজ করতে হয়। এছাড়াও স্কুলের কম্পিউটার ও বিভিন্ন পোর্টাল সংক্রান্ত কাজও তাঁদের করতে হয়। এত কাজ করেও তাঁদের মাসিক ভাতা হিসাবে দেওয়া হয় আট হাজার টাকা। অবিলম্বে ওই মাসিক ভাতা ১৮৫০০ টাকা করার দাবি জানান বিক্ষোভকারীরা।