রাহুল পাসওয়ান, আসানসোল : আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবারো শুরু হলো ছাত্র বিক্ষোভ। বৃহস্পতিবার ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের গেটের সামনে অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখতে থাকেন। তাদের দাবি, পশ্চিমবঙ্গের অনেক বিশ্ববিদ্যালয়ে অন লাইন পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। তাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েও অনলাইন পরীক্ষার অনুমতি দিতে হবে। এদিন বিক্ষোভরত এক ছাত্রী দিপ্তা বিশ্বাস বলেন, 'একমাস সময় বাড়িয়ে ছিল। তার মধ্যে কি সিলেবাস শেষ করা যায়? আমরা অনলাইনের দাবি করছি। এটা মানতেই হবে।' আর এক ছাত্র বলেন, 'সিলেবাস শেষ করার জন্য এক মাস সময় বাড়ানো হয়েছিল।কিন্তু কলেজে কি অবস্থা গিয়ে দেখুন। হোস্টেল খোলা নেই। কলেজে এসে তার পর থাকব কোথায়?' সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরা।