ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস উদযাপন হল সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায়

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস উদযাপন হল সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায়

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সাঁকরাইল ব্লক প্রশাসনের সহযোগিতায় সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় ব্লক অফিস কার্যালয় প্রাঙ্গণে ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়। ১৯০০ সালে ৯ ই জুন তথা আজকের দিনে প্রয়াত হয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। তিনি জনজাতির মুক্তির উদ্দেশ্যে আন্দোলন শুরু করেছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডার প্রয়ান দিবস অনুষ্ঠানের সূচনা করা হয় এবং ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতি কৃষি কর্মদক্ষ কমল কান্ত রাউৎ সহ আরো অনেকে। উপস্থিত গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে বীর বিরসা মুন্ডার প্রয়ান দিবস পালিত হচ্ছে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমস্ত জনজাতিকে সঙ্ঘবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বীর বিরসা মুন্ডা। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন যে কোনও প্রতিকূল অবস্থায় আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। তিনি ব্রিটিশ সরকারের গোলা বারুদের বিরুদ্ধে লড়েছেন। তার অবদান অপরিসীম।" এদিন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস বলেন, "বিরসা মুন্ডা একজন স্বাধীনতা সংগ্রামী, গোটা ভারতবর্ষে মহান পুরুষ হিসেবে পরিচিত। তিনি সর্বস্তরের মানুষকে একত্রিত করার চেষ্টা চালিয়ে গেছেন। এবং তিনি প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। এমনকি মুন্ডা সম্প্রদায়ের যে নাচ গান তা বীর বিরসা মুন্ডা নিজেই তৈরি করেছিলেন। তিনি মেধাবী ছাত্র ছিলেন। তাই তার প্রয়ান দিবসে আমরা তাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।" সেই সঙ্গে সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাঁকরাইল ব্লকের ১০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের হাতে রাজ্য সরকারের জয় জোহার প্রকল্পের চেক তুলে দেওয়া হয়। দুটি ট্রাইবেল স্ব সহায়ক দলের মহিলাদের দেওয়া হয় ২০ টি উন্নত মানের গরু। এবং ৫ জন প্রতিবন্ধিকে দেওয়া হয় সরকারি প্রকল্পের সাহায্য। ও ২০ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া কাপড়। এদিন এদের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধাগুলো তুলে দেন বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, ব্লকের বিডিও রথীন বিশ্বাস, ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ কমল কান্ত রাউৎ সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সরকারি প্রকল্পের সাহায্য পেয়ে খুশি ওই পরিবারের লোকজনরা।