শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করবেন : সিদ্দিকুল্লাহ চৌধুরী

author-image
Harmeet
New Update
শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করবেন : সিদ্দিকুল্লাহ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন নূপুর শর্মা ও নবীন জিন্দালরা। এ বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এক সাংবাদিক সম্মেলন, আয়োজনে জমিয়তে উলামায়ে হিন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বেশ কিছু খানকা শরীফের প্রতিনিধিরাও। তিনি প্রশ্ন তোলেন, 'আমরা বুঝতে অক্ষম ভারতের সংবিধানে নির্দিষ্ট আইনি ধারা থাকা সত্ত্বেও ইসলাম ধর্মের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি বিজেপির এই উস্কানি কী উদ্দেশ্যে? দেশকে কী তারা ধ্বংস করতে চাইছেন নাকি অন্য কিছু?' তিনি আরও বলেন, 'সকলের মনে রাখা দরকার, জীবন-যৌবন, ধনমসম্পদ, আত্মীয় পরিজন সবকিছু বিসর্জন দেওয়া ইমানদার ব্যক্তিদর জন্য সহজ কিন্তু নবীর প্রতি কটূক্তি কোনভাবে মেনে নেওয়া যাবে না। মুসলমান সমাজ সেই পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত।' তবে, প্রতিবাদ-বিক্ষোভের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের কাছে শান্তি অবলম্বনের বার্তা রেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্য তাঁর বার্তা, 'সংযমী হয়ে পা ফেলবেন। গণতান্ত্রিক নিয়ম কানুন মেনে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন।' সাংবাদিক সম্মেলন থেকে ভারত সরকার সহ প্রতিটি রাজ্য সরকারের কাছে জমিয়তের তরফে এই আবেদন রাখা হয়েছে যে কোনো ধর্মের প্রতি ঘৃণ্য, বিদ্বেষমূলক বিবৃতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রদানের জন্য আইন প্রনয়ন করা হোক।