নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ হুগলির গোঘাট থানার হাজীপুরে রামজীবনপুর-আরামবাগ রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় চন্দ্রকোনা থানার রামজীবনপুরের চিকিৎসক দম্পতির। গুরুতর আহত হয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসক দম্পতির একমাত্র নাবালিকা মেয়ে। জানা যায়,বুধবার রাতে হুগলি জেলায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষ করে একটি প্রাইভেট গাড়িতে করে চন্দ্রকোনা থানার রামজীবনপুরের বাড়িতে ফিরছিলেন মৃত্যুঞ্জয় কর(৪০) ও বন্দনা কর(৩০) নামের ওই চিকিৎসক দম্পতি। মৃত্যুঞ্জয় বাবু গ্রামীণ চিকিৎসক বলে জানা যায়। সঙ্গে ছিলেন তাদের একমাত্র মেয়ে স্বস্তিকা কর। হুগলি জেলার হাজীপুরে গতকাল রাতে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় চিকিৎসক দম্পতির প্রাইভেট গাড়িটি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন মৃত্যুঞ্জয়বাবু ও তার স্ত্রী এবং মেয়ে। খবর যায় হুগলির গোঘাট থানার পুলিশের কাছে। রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রীকে মৃত ঘোষণা করে, পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গ্রামীণ চিকিৎসক মৃত্যুঞ্জয় করের। গুরুতর জখম অবস্থায় তাদের নাবালিকা মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গোঘাট থানার পুলিশ চিকিৎসক দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে চন্দ্রকোনার রামজীবনপুরে ওই চিকিৎসক দম্পতির বাড়িতে।