নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আপাতত বাংলায় রয়েছেন। একাধিক কর্মসূচি সারছেন তিনি। নাড্ডার সফরের মাঝে ফের পৃথক রাজ্যের দাবিতে সরব কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একই সুর শোনা গেল হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের গলাতেও। যদিও পৃথক রাজ্যের দাবিকে গেরুয়া শিবির সমর্থন করে না বলেই সাফ জানিয়েছেন জে পি নাড্ডা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন আমরা আমাদের গোর্খা সম্প্রদায়ের জন্য এই দাবি আদায় করেই ছাড়ব। উনি নিজের চোখেই তা দেখে যাবেন। আমরা উত্তরের বিভিন্ন জনজাতির স্বার্থে আন্দোলন করব। উনি যাই বলুন না কেন পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। তাই পৃথক রাজ্যের প্রয়োজন রয়েছে।” হামরো পার্টির অজয় এডওয়ার্ডও গোর্খাল্যান্ডের দাবিতে সরব। তবে তিনি কোনও সশস্ত্র আন্দোলন চান না। তাঁর কথায়, “গোর্খাল্যান্ড আমাদের ন্যায্য দাবি। আমি স্বপ্ন দেখি একদিন আমাদের পৃথক রাজ্য হবে। সে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবি সরকারের কাছে তুলে ধরব। কিন্তু পাহাড়ে কোনওরকম অশান্তি বা সশস্ত্র আন্দোলন করা হবে না। জিটিএ’র মাধ্যমেই আমরা গোর্খাল্যান্ডের দাবি আরও জোরালো করব।”