পাঁচ বছর পরও মেলেনি চাকরি, নিয়োগের দাবিতে রণক্ষেত্র সল্টলেক

author-image
Harmeet
New Update
পাঁচ বছর পরও মেলেনি চাকরি, নিয়োগের দাবিতে রণক্ষেত্র সল্টলেক

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। নিয়োগের দাবিতে ফের একবার পথে নামলেন টেট উত্তীর্ণরা। বুধবারই চরম বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল নবান্নের সামনে। আর বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের উদ্দেশে শুরু হয় মিছিল। সল্টলেকের কাছে মিছিল পৌঁছাতেই বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেক চত্বর। বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অসুস্থ চাকরি প্রার্থীদের ওই জায়গা থেকে সরিয়ে ফেলে পুলিশ। পুলিশের অ্যাম্বুলেন্সে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রিজন ভ্যান থেকেও বিক্ষোভকারীরা বলতে থাকেন, বারবার আন্দোলন করলেও সরকার তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করছে না।