রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডকে ৭২৫ রানে হারিয়ে রেকর্ড গড়ল মুম্বই

author-image
Harmeet
New Update
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডকে ৭২৫ রানে হারিয়ে রেকর্ড গড়ল মুম্বই

নিজস্ব সংবাদদাতাঃ রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডকে ৭২৫ রানে হারিয়ে রেকর্ড গড়ল মুম্বই দল। বিশ্বে প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানে জয়। এর আগে ১৯৩০ সালে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাইথ ওয়েলস। প্রথম ইনিংসে সুবেদ পার্কারের দ্বিশতরান এবং সরফরাজ খানের শতরানের সৌজন্যে ৬৪৭-৮ স্কোরে সমাপ্তি ঘোষণা করে মুম্বই। জবাবে উত্তরাখণ্ডকে মাত্র ১১৪ রানে অলআউট করে। শামস মুলানি ১২ ওভার বোলিং করে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২৬১-৩ স্কোরে সমাপ্তি ঘোষণা করে মুম্বই। যশস্বী শতরান করেন। অধিনায়ক পৃথ্বী শ এবং আদিত্য তারে অর্ধশতক করেন। উত্তরাখণ্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৭৯৫। উত্তরাখণ্ড মাত্র ৬৯ রানেই আটকে যায়। ৭২৫ রানের রেকর্ড ব্যবধানে জেতে মুম্বই।