নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মরু রাজ্য। বজ্রপাতে মৃত্যু হল ১৬ জনের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, কোটা, ঢোলপুড়, ঝালাওয়ার, জয়পুর এবং বারান জেলায় বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে।