টানা বৃষ্টিতে ভাসছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার

author-image
Harmeet
New Update
টানা বৃষ্টিতে ভাসছে গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থা দেখা দিয়েছে আসামের দক্ষিণ সালমারা জেলায়। বন্যা পরিস্থিতির জেরে ভেসে গিয়েছে শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত বহু পরিবার। প্রশাসন সূত্রে খবর, মুষলধারে বৃষ্টিতে নদীতে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। মানকাচার জেলায় বন্যার সূত্রপাত হয়েছে। বন্যার জলে বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে। শত শত পরিবার ক্ষতিগ্রস্ত। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) দৈনিক বন্যা বুলেটিনে বলা হয়েছে ৬৮,৫৯০ জন মানুষ এখনও জলবন্দি।ছাড়, ডিমা হাসাও, কামরুপ মেট্রোপলিটন, মরিগাঁও এবং নগাঁও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত পাঁচ জেলায় ৬৯ হাজার ৬১০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোট ৭০৫ জন লোক চারটি ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন এবং বন্যা কবলিত এলাকায় তিনটি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে।