পাঠ্যপুস্তক সংশোধন ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে কংগ্রেস

author-image
Harmeet
New Update
পাঠ্যপুস্তক সংশোধন ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা : পাঠ্যপুস্তক সংশোধন ইস্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই-এর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। বৃহস্পতিবার বিধান সৌধের গান্ধী মূর্তির পাদদেশে চলছে প্রতিবাদ। এ প্রসঙ্গে কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেন, "পাঠ্যপুস্তকটি সংশোধন করেছেন রোহিত চক্রতীর্থ (পাঠ্যপুস্তক সংশোধন কমিটির প্রধান), যিনি একজন গোঁড়া আরএসএস মানুষ। আমি আশা করি সরকার এটি সংশোধন করার বিষয়ে বিবেচনা করবে, যদি না হয়, আমরা রাস্তায় যাব। আমরা ৯ ​​জুন মূলত সিলেবাস ইস্যুটির বিরুদ্ধে প্রতিবাদ করছি যা তারা (রাজ্য সরকার) পরিবর্তন করার চেষ্টা করছে। বিআর আম্বেদকর, জৈন বা বৌদ্ধ ধর্মই হোক, তারা পাঠ্যপুস্তকে তাদের মর্যাদা মুছে ফেলতে চায়।"​