সুমিত ঘোষ, মালদাঃ কালবৈশাখী ঝড়ের তান্ডব। গৃহস্থ বাড়ির ওপর উপড়ে পড়ল বহু পুরাতন একটি বটগাছ। ভেঙে গেল দুটি গৃহস্থ বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সাতজন সদস্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাত থেকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়। মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোপালপুর এলাকা। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঝড়ে। এই এলাকায় বহু পুরাতন একটি বট গাছ উপড়ে পড়ে। ক্ষয়ক্ষতি হয় দুটি গৃহস্থ বাড়ি। তার পাশাপাশি ওই এলাকায় বেশ কয়েকটি ইলেকট্রিক খুঁটি ভেঙে পড়ে। এই ঘটনার ফলে বৃহস্পতিবার ভোর রাত থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।