নিজস্ব প্রতিনিধি -বৃহস্পতিবার থাইল্যান্ডে মারিজুয়ানা চাষ এবং এর দখল থাকলে সেটি অপরাধমুলক হবে না বলে জানান হয়েছে।দেশটির জনস্বাস্থ্য মন্ত্রী ১ মিলিয়ন গাঁজার চারা চাষের জন্য বিতরণ করার বিবৃতির পর এই ধারণা করা হয়েছে। থাইল্যান্ড এশিয়ার প্রথম দেশ হয়ে গাঁজাকে অপরাধমুক্ত করেছে।তবে এটি উরুগুয়ে এবং কানাডার উদাহরণ অনুসরণ করছে না, এখনো পর্যন্ত একমাত্র দুটি দেশ যারা একটি জাতীয় পর্যায়ে গাঁজাকে বৈধ করেছে।