নিজস্ব সংবাদদাতা : বায়োটেক স্টার্টআপ এক্সপো ২০২২-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, পীযূষ গয়াল এবং ধর্মেন্দ্র প্রধানরাও। উদ্বোধনী অনুষঠানে বক্তব্য রাখার সময়ে প্রধানমন্ত্রী বলেন, ''বায়ো প্রোডাক্টের প্রয়োজনীয়তা বেড়েছে দেশে। ভারতের প্রথম বায়োটেক স্টার্টআপ এক্সপো দেশের বায়োটেক সেক্টরের বিস্তৃত বৃদ্ধির প্রতিফলন। ভারতের জৈব-অর্থনীতি গত আট বছরে আট গুণ বেড়েছে। বায়োটেক গ্লোবাল ইকোসিস্টেমের শীর্ষ দশটি দেশের লিগে যোগদান থেকে ভারত খুব বেশি দূরে নয়। তিনি আরও জানান, স্টার্টআপের সংখ্যা ৮ বছরে ৭০,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৫ হাজার বায়োটেক স্টার্টআপ। ৬০টি পৃথম শিল্প ক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু হয়েছে।''