নিজস্ব সংবাদদাতাঃ লাদাখের প্যাংগং হ্রদের কাছে চিনের তরফে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। ১৯৬০-এর দশকে ভারতের থেকে জবরদখল করা জমিতে এই সেতু নির্মাণ হচ্ছে। তবে পিএলএ-র এই সেতু নির্মাণকে ভালো চোখে দেখছে না আমেরিকা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমেরিকার তরফে ভারতকে জোট গঠনের বার্তাও দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্তার কথায়, ‘চিনের এই নির্মাণকাজ সেই অঞ্চলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। এই ধরনের কাজ প্রতারণামূলক। এতে প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্কে চিড় ধরিয়ে দেয়।’ উল্লেখ্য, প্যাংগং সংলগ্ন যে এলাকা চিনের দখলে, সেখানে এর আগেও ২০২১ সালের শেষের দিকে একটি সেতু নির্মাণ করেছিল পিএলএ। সেই সেতুর ঠিক পাশে নির্মাণ করা হচ্ছে নয়া আরও বড় সেতুটি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রায় ছয় সপ্তাহ আগে এই দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করে চিনা সামরিক বাহিনী।