নিজস্ব সংবাদদাতাঃ দেশের পুলিশ বাহিনীর জন্য নতুন ইউনিফর্ম প্রকাশ করল আফগানিস্তানের তালিবান নেতৃত্বাধীন সরকার। বুধবার জারি করা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে নতুন ইউনিফর্মের লক্ষ্য হল নাগরিকদের আরও ভাল নিরাপত্তা দেওয়া এবং প্রতারকদের দ্বারা এর অপব্যবহার এড়ানো। নতুন ইউনিফর্মটি প্রথমে শুধুমাত্র কাবুল এবং কান্দাহার প্রদেশের পুলিশ কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র উপমন্ত্রী মাওলাভি নূর জালাল জালালি বলেছেন, "ইউনিফর্মগুলো পুলিশ অফিসার এবং নিরাপত্তা বাহিনীর জন্য। এই ইউনিফর্ম থাকার সুবিধা হল এটি প্রতারকদের ব্যর্থ করবে। ইউনিফর্মের বিষয়টি নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বিষয় ইউনিফর্মের সঙ্গে সম্পর্কিত।" স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি টাকুর বলেছেন যে কাবুল এবং কান্দাহার প্রদেশের পুলিশকে ২০ হাজার নতুন ইউনিফর্ম দেওয়া হবে এবং অদূর ভবিষ্যতে আরও ১ লাখ ইউনিফর্ম দেওয়া হবে। মন্ত্রক আরও যোগ করেছে যে নতুন পুলিশ ইউনিফর্মের জন্য ব্যয় আগের সরকারের তুলনায় ৭৫ শতাংশ কমেছে।