নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার সাত সকালে বোমার আওয়াজে কেঁপে উঠল উত্তর ২৪ পরগণার ভাটপাড়া এলাকা। স্থানীয়রা দাবি করেছেন যে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। এদিকে পুলিশের দাবি, মজুত থাকা বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, 'দুষ্কৃতীরা ২ থেকে ৩টি বোমা ছুঁড়ে পালায়।' এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে জগদ্দল থানার পুলিশ। বিস্ফোরণের জেরে একটি বাড়ির শৌচাগার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।