স্বামীকে ফিরে পেতে চার পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে ধর্নায় মহিলা

author-image
Harmeet
New Update
স্বামীকে ফিরে পেতে চার পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে ধর্নায় মহিলা

নিজস্ব সংবাদদাতাঃ স্বামীকে ফিরে পেতে চার পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে ধর্নায় মহিলা। জানা যায়,  বছর ১৫ বছর আগে সবং থানার তিন নম্বর দন্ডরা অঞ্চলের যুবক সেক মহম্মদ আলি জিন্নার সাথে বিয়ে হয় পিংলার কলিকাকুন্ডু এলাকার মেয়ে মফুজা খাতুনের। বিয়ের পর প্রথম অবস্থায় সব কিছু ঠিক ঠাক থাকলেও পরে মাফুজা উপর অত্যাচার চলে বলে অভিযোগ । তারপরেই কয়েক মাস আগে স্ত্রী ও সন্তানদের ছেড়ে পালিয়ে আসে জিন্না।বাড়িতে ঠিকঠাক টাকা পয়সাও পাঠিয়ে দিত সময় মতো । কিন্তু শেষ দু মাস কোনও কিছুই পাঠাচ্ছে না জিন্না।আর মাফুজাও একদিন অন্য মহিলার সাথে সবং থানারই অন্তর্গত তেমাথানি এলাকায় দেখে জিন্নাকে।তারপর থেকেই সব বন্ধ বলে জানায় জিন্না।বাড়িতে টাকা পয়সা না পাঠানোয় ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় বেরাতে হয়েছে মাফুজাকে, বলেই দাবি মাফুজার । আর এই নিয়ে আগেও থানায় জানিয়েছে মাফুজা। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায়,শেষমেষ থানার সামনে রাস্তায় প্ল্যাকার্ড হাতে দাড়ালো মাফুজা ও তার সন্তানেরা।এই সেই মহঃ আলি জিন্না যে তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিল। বর্তমানে জিন্না ফেরার।জিন্নার চারটি স্ত্রী রয়েছে বলেও অভিযোগ এনেছে প্রথম পক্ষের স্ত্রী।তাই এমনকি গ্রেফতারীর দাবীও তুলেছে জিন্নার প্রথম পক্ষের স্ত্রী।